‘নতুন ও সাংঘাতিক’ পর্যায়ে ঢুকতে চলেছে করোনা, সতর্ক করল হু
করোনা অতিমারি এবার এক নতুন ও সাংঘাতিক পর্যায়ে প্রবেশ করতে চলেছে। বিশ্বকে সতর্ক করল হু।
জেনেভা : করোনা অতিমারি কাটিয়ে ওঠা গেছে এমন নয়। টিকা হাতে নেই। নেই কোনও নিশ্চিত ওষুধ। কিন্তু গোটা বিশ্ব আর লকডাউনে থাকতে রাজি নয়। ক্রমশ সব খুলে যাচ্ছে। ছন্দে ফেরার লড়াই চালাচ্ছে সব দেশ। যদিও সংক্রমণ যে সর্বত্র কমে গেছে এমনটা একেবারেই নয়। বরং অনেক জায়গায় বাড়ছে। যার উজ্জ্বল উদাহরণ ভারত। গোটা বিশ্বের সঙ্গে ভারতেও সব কিছু খুলে যাচ্ছে। ক্রমশ ছন্দে ফিরছে দেশ। এই পরিস্থিতিতে বিশ্বের জন্য ফের এক নতুন চিন্তার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
গত বৃহস্পতিবার বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা দেড় লক্ষ পার করেছে। করোনা সংক্রমণের এই ভয়াল রূপ নিয়ে সতর্ক করেছে হু। তারা জানিয়েছে একদম নতুন ও সাংঘাতিক রূপে করোনা এক নতুন ও সাংঘাতিক পর্যায়ে প্রবেশ করতে চলেছে। হু প্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গৃহবন্দি থাকতে থাকতে মানুষ হাঁপিয়ে উঠেছেন। দেশগুলিও তাদের অর্থনীতিকে সচল করতে চাইছে। কিন্তু এটাই সবচেয়ে বেশি সতর্ক হওয়ার সময়। যখন নতুন পর্যায়ে প্রবেশ করতে চলেছে করোনা।
হু-এর তরফে জানানো হয়েছে, কিছু দেশ করোনা সংক্রমণের গ্রাফকে সমান্তরাল করতে সক্ষম হয়েছে ঠিকই। কিন্তু সেখানেও একটি সেকেন্ড ওয়েভের সম্ভাবনা থেকে যাচ্ছে। করোনা অনেক দেশে এখনও বেড়েই চলেছে। হু এও জানিয়েছে যে কয়েক জায়গায় যদি করোনার প্রকোপ কমেও যায় তাহলেও সেখানে শরৎ কালে আবার তা বাড়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা