একদিনে করোনা সংক্রমণে রেকর্ড গড়ল পৃথিবী
বিশ্বে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ল। ২ লক্ষের ওপর মানুষ একদিনে করোনা সংক্রমণের শিকার হয়েছেন।
জেনেভা : দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে বিশ্বে। দৈনিক কত জন নতুন করে করোনা সংক্রমণের শিকার হলেন তার হিসাবও থাকছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই হিসাব বলছে একদিনে করোনা সংক্রমণে রেকর্ড গড়ল পৃথিবী। গত একদিনে ভারত যেমন নতুন করে সংক্রমণে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে, ঠিক তেমনই একই দিনে বিশ্বও ছুঁল রেকর্ড উচ্চতা। একদিনে বিশ্বজুড়ে নতুন করে সংক্রমণের শিকার হলেন ২ লক্ষ ১২ হাজার ৩২৬ জন। একদিনে এতজন মানুষ করোনা আক্রান্ত এর আগে কখনও হননি।
বিশ্বে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১ কোটি ১৪ লক্ষ ১০ হাজার ৩৭৩ জন। গত একদিনে যে বিপুল সংখ্যক মানুষ করোনার শিকার হয়েছেন তার অর্ধেক সংক্রমিত হয়েছেন আমেরিকা ও ব্রাজিলে। আমেরিকায় ৫৩ হাজারের ওপর এবং ব্রাজিলে ৪৮ হাজারের ওপর মানুষ সংক্রমণের শিকার হয়েছেন ২৪ ঘণ্টায়।
বিশ্বে সংক্রমণ যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেমনই বিশ্বজুড়ে করোনায় মৃত্যুও বেড়েই চলেছে। ৫ লক্ষ ৩৪ হাজারের ওপর মানুষ এখনও পর্যন্ত করোনায় মারা গিয়েছেন বিশ্বজুড়ে। অন্যদিকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকে। বিশ্বে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ লক্ষ ৫৮ হাজারের ওপর মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা