একদিনে করোনায় সংক্রমিত ২ লক্ষ ৬০ হাজার মানুষ
মাত্র একদিনে করোনা সংক্রমণের শিকার হলেন ২ লক্ষ ৬০ হাজার মানুষ। যা রেকর্ড গড়ল। বাড়াল দুশ্চিন্তা।
জেনেভা : ভারতে এখন হুহু করে বাড়ছে সংক্রমণ। যত দিন যাচ্ছে ততই যেন ভয়ংকর হয়ে উঠছে করোনা। চেহারাটা যে কেবল ভারতেই এমনটা তা কিন্তু নয়। গোটা বিশ্বজুড়েই বাড়ছে করোনা সংক্রমণ। আর সেটাও কার্যত লাফিয়ে লাফিয়ে। গত একদিনে বিশ্বে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ২ লক্ষ ৬০ হাজার মানুষ! মাত্র ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৬০ হাজার সংক্রমণ নাড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কে।
হু জানিয়েছে এই প্রথম একদিনে দেড় লক্ষ পার করে গেল সংক্রমণ। এই বিশাল সংখ্যক সংক্রমণ কিন্তু মূলত ৪টি দেশের হাত ধরে হয়েছে। হু জানাচ্ছে আমেরিকা, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ৪টি দেশে সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। ১০ মে-র পর বিশ্বজুড়ে একদিনে মৃত্যুও রেকর্ড গড়েছে। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬০ জনের।
বিশ্বে এখনও পর্যন্ত ৬ লক্ষ পার করেছে করোনায় মৃতের সংখ্যা। সংক্রমণও ক্রমশ ভয়ংকর থেকে আরও ভয়ংকর হয়ে উঠছে। এখনও পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ পার করেছে। সবচেয়ে শোচনীয় অবস্থা আমেরিকার। মার্কিন মুলুকে এখন ফ্লোরিডার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে হাসপাতালগুলির আর একটাও নতুন রোগীকে ভর্তি করানোর জায়গা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা