Health

টিকা পাওয়ার আগে কত মানুষের প্রাণ যাবে তা নিয়ে সতর্ক করল হু

করোনা প্রতিষেধক টিকা হয়তো আসবে। কিন্তু তার আগে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যু হবে। কত মানুষের তা জানিয়ে সতর্ক করল হু।

জেনেভা : করোনা প্রতিষেধক টিকা আনতে লড়াই চালাচ্ছে গোটা বিশ্ব। বিশ্বে প্রায় ২০০টির কাছে টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। তারমধ্যে অনেকগুলি রয়েছে ট্রায়াল পর্যায়ে। কিছু প্রি-ট্রায়াল পর্যায়ে রয়েছে। জনসন অ্যান্ড জনসন-এর তৈরি টিকা প্রথম ট্রায়ালে দারুণ ভাল ফল করেছে।

এমন একটা খবর যখন এসেছে। যখন অক্সফোর্ড তাদের ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। যখন আমেরিকার মডার্না এক মাসের মধ্যেই টিকা এনে ফেলতে পারে। যেখানে রাশিয়া বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক নথিভুক্ত পর্যন্ত করে ফেলেছে। এমনকি তারা তাদের আরও একটি টিকা নথিভুক্ত করার পরিকল্পনা করছে। ভারতের তৈরি কোভ্যাকসিন ট্রায়ালে দারুণ ফল দেখাচ্ছে। সেখানে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্য একটি বিষয়ে সতর্ক করল গোটা বিশ্বকে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কার্যকরী করোনা প্রতিষেধক টিকা কবে আসবে জানা নেই। তবে যতদিনে কোনও কার্যকরী টিকা আসবে তার আগে বিশ্বের ২০ লক্ষের ওপর মানুষের প্রাণ কেড়ে নেবে করোনা। হু-এর এমারজেন্সিস হেড মাইক রায়ান জানিয়েছেন সংখ্যাটা ২০ লক্ষের অনেক বেশিও হতে পারে।

এখনও পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে করোনা। তার মানে হু যা বলছে তাতে এখনও পর্যন্ত হওয়া মৃত্যুর দ্বিগুণ হবে টিকা বার হতে হতে।


বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ৩ কোটি ২৮ লক্ষের ওপর মানুষ করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যার মধ্যে দেড় কোটি সংক্রমিত রয়েছেন কেবলমাত্র ৩টি দেশে।

আমেরিকা, ভারত ও ব্রাজিল মিলিয়ে বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা দেড় কোটির ওপর, বাকিটা পুরো দুনিয়া মিলিয়ে।

ক্রমশ শীত এগিয়ে আসছে। ফলে উত্তর গোলার্ধের বেশ কিছু দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। অনেক বিশেষজ্ঞ শীত আসছে বলে চিন্তিতও। কারণ এখনও পর্যন্ত যা বিজ্ঞানীরা বুঝেছেন তাতে করোনা ভাইরাস শীতের সময় আরও শক্তিশালী হয়ে ওঠে।

এমনও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে করোনা আগামী দিনে শীতের ভাইরাল অসুখ হয়ে থেকে যাবে বিশ্বে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button