Health

করোনা অতিমারি আরও কতদিন চলবে, চিন্তা বাড়িয়ে উত্তর দিল হু

করোনা অতিমারি আর কতদিন ধরে এভাবে বিশ্বজুড়ে তার দাপট দেখাবে? এ প্রশ্নের উত্তরে কিন্তু মোটেও স্বস্তির কথা শোনাতে পারল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।

অনেকেই যখন ভাবতে শুরু করেছেন করোনা অতিমারি এবার বিদায় নেওয়ার দরজায়। অনেকে বলছেন এর আগেও যে কোনও অতিমারির আয়ু ছিল ২ বছর, তাই এই বছরই শেষ হবে করোনা। কিন্তু সে গুড়ে বালি ঢেলে দিল হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যতটা আগে করোনা বিদায় নেওয়ার কথা ছিল তা হয়তো হতে পারবেনা। করোনা অতিমারি ২০২২ সালেও বজায় থাকবে। আর তা অতিমারি হিসাবেই বজায় থাকবে। এর কারণও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে হু।


হু জানাচ্ছে এর কারণ করোনা প্রতিষেধক টিকা প্রদানের ক্ষেত্রে বিস্তর বৈষম্য। বিশ্বের তথাকথিত দরিদ্র দেশগুলিতে টিকাকরণ হচ্ছেনা। তারা করোনা প্রতিষেধক টিকাই পাচ্ছেনা।

যেখানে করোনা প্রতিষেধক টিকা প্রদান অনেক দেশে অনেকটা এগিয়েছে সেখানে আফ্রিকা মহাদেশে এখনও ৫ শতাংশেরও কম মানুষের টিকাকরণ হয়েছে। যেহেতু সেখানে অধিকাংশই দরিদ্র দেশ তাই সেখানে টিকা এখনও পৌঁছয়নি।


অন্যদিকে আফ্রিকা বাদ দিলে বাকি সব মহাদেশেই টিকাকরণ ৪০ শতাংশ পার করেছে। এই বৈষম্য পৃথিবী থেকে করোনা বিদায়কে পিছিয়ে দিচ্ছে।

বিশ্বের সব মানুষকে টিকা না দিতে পারলে এর থেকে মুক্তি পাওয়া মুশকিল। অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলি যাতে টিকা পায় সেজন্য ধনী দেশগুলিকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হু।

হু এটাও জানিয়েছে এটা না করলে ধনী দেশগুলিও কিন্তু জানে যে করোনা এখনই বিদায় নিতে পারবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button