যে দেশে একজনও করোনা রোগী নেই, জানাল খোদ হু
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সবদিক খতিয়ে দেখে জানিয়ে দিল বিশ্বের একটি দেশে একজনও করোনা রোগী নেই। যা অবশ্যই এই সময় এক বড় সার্টিফিকেট।
বিশ্বের এই দেশে একজনও করোনা রোগী নেই। এই সার্টিফিকেট মিলল খোদ হু-র থেকে। ফলে অবশ্যই সে দেশের জন্য বিষয়টি স্বস্তির।
করোনা পরীক্ষা হয়নি এমনটা মনে করার কোনও কারণ নেই। এখানেও মানুষের দেহে উপসর্গ দেখা গিয়েছিল অক্টোবরে। পরীক্ষাও হয়েছিল করোনা কিনা জানতে। কিন্তু যত জনকেই পরীক্ষা করা হয়েছে ততজনের ক্ষেত্রেই পরীক্ষার ফলে জানা গেছে তিনি অন্য কোনও রোগে আক্রান্ত।
যার মধ্যে বেশির ভাগই ফ্লু। গত অক্টোবর ৮ থেকে ১৪ তারিখের মধ্যে মোট ৬৭৮ জন মানুষের করোনা পরীক্ষা হয়। সকলেরই নেগেটিভ আসে রিপোর্ট।
কিম জং উন-এর দেশ উত্তর কোরিয়ার এই চিত্র কিন্তু তাদের দেশের মানুষের জন্য যথেষ্ট স্বস্তির। বিশ্বের তাবড় দেশ যখন করোনার থাবায় নাজেহাল তখন উত্তর কোরিয়ায় এখন একজনও করোনা রোগী নেই বলে জানিয়ে দিয়েছে হু।
হু তাদের একটি সাপ্তাহিক করোনা রিপোর্টে একথা জানিয়েছে। কীভাবে এই অসম্ভবকে সম্ভব করল উত্তর কোরিয়া?
উত্তর কোরিয়া করোনা বিশ্বে প্রভাব ফেলার পর থেকেই তাদের সীমান্ত সিল করে দিয়েছিল। যার একটা দারুণ সুফল তারা পেয়েছে।
পৃথিবীর সব দেশই প্রায় করোনায় কম বেশি ধাক্কা খেয়েছে। কিন্তু উত্তর কোরিয়া শুরু থেকেই করোনা নিয়ে বড় একটা বিচলিত ছিলনা।
এছাড়া করোনা প্রতিরোধে যা ব্যবস্থা নেওয়ার তা কঠোর ভাবে সে দেশে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে তার সুফল এখন ভোগ করছে কিমের দেশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা