প্রতিবেশি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল হু
আগেই সে দেশে ভ্রমণে যেতে বারণ করেছে হু। সেখানে বাড়ছে ভাইরাসের দাপট। ফলে সেখানে গিয়ে আক্রান্ত হলে তা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাধা হতে পারে।
করোনা অতিমারির প্রভাব কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় গোটা বিশ্ব। এরমধ্যেই দোসর হয়ে দেখা দিচ্ছে আরেকটি রোগ। ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তানে তার প্রকোপ বাড়ছে।
পাকিস্তানে বাড়ছে ওয়াইল্ড পোলিও ভাইরাসের দাপট। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে দেশে ভ্রমণের ক্ষেত্রে আপাতত ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করল। পাক সংবাদমাধ্যমের খবরে অনুযায়ী পাকিস্তান ছাড়াও আফগানিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করেছে হু।
হু সাম্প্রতিক একটি বিবৃতিতে পাকিস্তান ও আফগানিস্তানকে পোলিও প্রবণ দেশ হিসাবে চিহ্নিত করেছে। হু জানিয়েছে এই ২ দেশ পোলিও নির্মূলে ব্যর্থ হয়েছে।
অবশ্য এর পাশাপাশি হু পাকিস্তানের পোলিওর বিরুদ্ধে পদক্ষেপের প্রশংসাও করেছে। ২০২০ সালে যেখানে পাকিস্তানে ৮৪ জন পোলিও আক্রান্তের খোঁজ মিলেছিল সেখানে গত ১০ মাসে কোনও আক্রান্তের খোঁজ না পাওয়াকে সদর্থক ইঙ্গিত হিসাবেই দেখছে হু।
হু-এর পোলিও নিরোধক কমিটির নজরে এসেছে পাকিস্তানে পোলিওর বিরুদ্ধে লড়াইয়ে প্রাথমিক সমস্যাগুলি। যেগুলির উৎস হল শিশুদের অবহেলায় বড় হওয়া ও স্পর্শকাতর এলাকাগুলিতে টিকাকরণে সমস্যা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ওয়াইল্ড পোলিও ভাইরাসের প্রাথমিক উৎস হল আফগানিস্তান। শরণার্থীদের মাধ্যমে যে ভাইরাস প্রবেশ করছে পাকিস্তানে।
এই পরিস্থিতিতে বিদেশে যেতে চাওয়া পাক নাগরিকদের পোলিও টিকাকরণের প্রমাণ দেখাতে হবে। হু জানিয়েছে আগামী ৩ মাস পাকিস্তানের পোলিও পরিস্থিতির ওপর নজরদারি চালাবে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা