করোনা স্ট্রেন ওমিক্রন নিয়ে নয়া সতর্কতা জারি করল হু
করোনার নয়া স্ট্রেন ওমিক্রন নিয়ে গোটা বিশ্ব এখন নতুন করে চিন্তায় পড়েছে। এই অবস্থায় নয়া সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
করোনার নয়া স্ট্রেন ওমিক্রন এখন গোটা বিশ্বের জন্য মাথাব্যথার কারণ হয়েছে। ভারত সহ অনেক দেশ এই নয়া স্ট্রেন রুখতে দক্ষিণ আফ্রিকা, হংকং থেকে বিমান ওঠানামা বন্ধ করেছে।
বিশেষজ্ঞেরা বলছেন এতটা সংক্রামক করোনা প্রকার এর আগে আসেনি। করোনা মিউটেট করে এই ওমিক্রন ধরনের জন্ম দিয়েছে। যা প্রথম দেখা যায় দক্ষিণ আফ্রিকায়।
তারপর বোতসোয়ানা, হংকংয়েও ওমিক্রনে সংক্রমিত পাওয়া যায়। ওমিক্রন এতটাই সংক্রামক যে ১ জন থেকে বহুজনে তা সংক্রমিত হয়। যা নিয়ে এবার নয়া সতর্কতা জারি করল হু।
হু-এর তরফে জানানো হয়েছে, বিশ্বজুড়ে করোনার এই ভয়ংকর ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। ওমিক্রন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধোঁকা দিতে ওস্তাদ।
তার ওপর করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ নেওয়া থাকলেও তা ৪০ শতাংশ কাজ করতে পারছেনা ওমিক্রনের বিরুদ্ধে। ফলে করোনা প্রতিষেধক টিকার ২টি ডোজ নেওয়া থাকলেই যে রক্ষে তাও নয়।
হু-এর মতে আগামী দিনে বিশ্বে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আর তা হলে করোনার প্রকোপ ফের বাড়বে বলেই মনে করছে হু। বিশ্বজুড়ে করোনার ছবি ফের ভয়ংকর হবে।
প্রসঙ্গত ইউরোপ জুড়ে ওমিক্রন ছাড়াই প্রবলভাবে ছড়াচ্ছে করোনা। একাধিক দেশে সম্পূর্ণ লকডাউন চলছে। শীতের আগমনের হাত ধরে ইউরোপে নতুন করে ছড়াচ্ছে করোনা। এরসঙ্গে ওমিক্রন জোট বাঁধলে পরিস্থিতি যে চিন্তার কারণ হবে তা বলার অপেক্ষা রাখে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা