ভুল চিকিৎসার অভিযোগ প্রায়ই সামনে আসে। মানুষের মৃত্যু হয়। অনেক ক্ষেত্রে চিকিৎসায় গাফিলতির কথা হাসপাতাল বা চিকিৎসক মানতে চাননা। কিন্তু এটা ঘটনা যে সারা বিশ্বে সারা বছরে ভুল চিকিৎসার শিকার হন বহু মানুষ। সংখ্যা চমকে দেওয়ার মতন। ১৩ কোটি ৮০ লক্ষ মানুষ সারা বিশ্বে বছরে মারা যান শুধু ভুল চিকিৎসার শিকার হয়ে। এই তথ্য সামনে এনে রীতিমত শঙ্কা প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডব্লিউএইচও।
এবারই প্রথম সারা বিশ্বে পালিত হতে চলেছে ওয়ার্ল্ড পেসেন্ট সেফটি ডে। তার আগেই এমন ভয়াবহ সত্য সামনে আনল হু। আর যখন এই তথ্য হু সামনে আনছে, বিশেষজ্ঞদের মতে তা নিয়ে প্রশ্ন থাকতেই পারেনা। হু জানাচ্ছে, কী অসুখ হয়েছে তা সঠিকভাবে নির্ধারণ করতে না পারা, ওষুধ প্রেসক্রিপশন করা ও চিকিৎসা ভুল করা এবং ওষুধের সঠিক মাত্রায় ব্যবহার না হওয়া। এই ৩টি কারণে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়।
হু অবশ্য যে সংখ্যাটি ভুল চিকিৎসায় মৃত্যু হিসাবে দেখিয়েছে তা নিম্ন ও মধ্য রোজগারের দেশগুলির ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। আর হিসাব বলছে এমন দেশগুলিতেই বিশ্বের ৮০ শতাংশ মানুষ বসবাস করেন। হু এটাও মেনে নিয়েছে যে অনেক ক্ষেত্রে চিকিৎসায় গাফিলতির কথা হাসপাতাল বা চিকিৎসকেরা মানতে চাননা। যার ফলে আরও ভুল হচ্ছে। ভুল শোধরানো হচ্ছেনা। প্রসঙ্গত আগামী ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ার্ল্ড পেসেন্ট সেফটি ডে পালিত হতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা