করোনা ভাইরাসের আতঙ্ক যত চড়ছে, ততই তাকে রুখতে ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ছে নানা তথ্য। করোনা ভাইরাস থেকে দূরে থাকতে, করোনা ভাইরাসকে মারতে যে তথ্যই মানুষ ইন্টারনেট থেকে পাচ্ছেন, তাকেই সত্য ধরে সেইমত এগোচ্ছেন। যেমন ইন্টারনেটে হালফিল ছড়িয়েছে যে করোনা ভাইরাস থেকে দূরে থাকতে মদ্যপান করা উচিত। এমন তথ্য যে সম্পূর্ণ ভুল সে সম্পর্কে সতর্ক করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু।
হু জানিয়েছে অ্যালকোহল বা ক্লোরিন জাতীয় পদার্থ সারা গায়ে ছড়িয়ে দেওয়া বা স্প্রে করাও ভুল। কারণ করোনা দ্রুত দেহে ঢুকে পড়ে। ফলে ওপর থেকে অ্যালকোহল ছড়িয়ে তাকে মারা যাবেনা। বরং তারা সতর্ক করে জানিয়েছে, এভাবে করোনা আতঙ্ক থেকে কেউ যদি সারা গায়ে অ্যালকোহল স্প্রে করেন বা ক্লোরিন স্প্রে করেন তাহলে তা তাঁর জামাকাপড়, চোখ ও মুখের জন্য ক্ষতিকর হতে পারে।
হু একথাও জানিয়েছে, অ্যালকোহল বা ক্লোরিন কোনও কিছুর উপরিভাগে লাগালে তা জীবাণুমুক্ত করার কাজ করে। তবে তা যতটা খুশি দিলে চলবে না। সঠিক মাত্রায় তা দিতে হবে। তারজন্য বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। হু জানিয়েছে, করোনা থেকে যদি দূরে থাকতেই হয় তাহলে দরকার ঘনঘন হাত ধোয়া। অ্যালকোহল বেস রয়েছে এমন সাবান দিয়ে হাত ধোয়া উচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা