৪টি কাশির ওষুধ চিন্তার কারণ হতে পারে, বলছে হু
এ দেশে তৈরি হওয়া ৪টি কাশির ওষুধ নিয়ে চিন্তা আছে। অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এমনই জানিয়েছে। যা জানার পরই কেন্দ্রের তরফ শুরু হয়েছে তৎপরতা।
৪টি কাশির ওষুধ। যা সাধারণভাবে শিশুদেরই দেওয়া হয়। তাদের কাশি থামাতে অনেকসময় এই ওষুধ প্রেসক্রাইব করেন চিকিৎসকেরা। কিন্তু সেই ওষুধেই লুকিয়ে আছে এমন উপাদান যা কিডনির বড় ক্ষতি করে দিতে পারে।
এমনকি হু মনে করছে এমনও হতে পারে যে আফ্রিকার গাম্বিয়ায় ৬৬টি শিশুর মৃত্যুর পিছনেও রয়েছে এই ৪ কাশির ওষুধের হাত। ভারতে প্রস্তুত হওয়া এই ৪টি কাশির ওষুধ সম্বন্ধে ভারত সরকারকে সতর্কও করেছে হু।
এরপরই নড়েচড়ে বসেছে কেন্দ্র। হরিয়ানার যে ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই কাশির ওষুধগুলি তৈরি করে সেখানে তদন্ত শুরু হয়েছে।
যে ৪টি কাশির ওষুধ নিয়ে প্রশ্ন তুলেছে হু সেগুলি হল, প্রোমেথাজাইন ওরাল সলিউশন, কোফেক্সমালিন বেবি কাফ সিরাপ, ম্যাকফ বেবি কাফ সিরাপ এবং ম্যাগরিপ এন কোল্ড সিরাপ।
ডায়েথিলিন গ্লাইকোল এবং ইথিলিন গ্লাইকোল, এই ২ উপাদান গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি ব্যবহার হচ্ছে এই ৪ কাশির ওষুধে বলে অভিযোগ উঠেছে। এই ২ উপাদান মানুষের শরীরের পক্ষে প্রবলভাবে ক্ষতিকর। নানা শারীরিক সমস্যা শুরু হতে পারে এই ওষুধে।
হু আরও চিন্তায় যে এই ৪ কাশির ওষুধ শুধু গাম্বিয়া নয়, আফ্রিকার অন্য দেশেও পৌঁছে গিয়ে থাকতে পারে। হরিয়ানার ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থা অবশ্য এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা