করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রথম দেখা গিয়েছিল চিনে। চিনে হুহু করে ছড়াতে থাকে এই ভাইরাস সংক্রমণ। বাড়তে থাকে সংক্রমিতের সংখ্যা। গত শনিবার পর্যন্ত চিনে প্রায় সাড়ে ৩ হাজার মানুষের করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে। এদিকে চিন ছাড়াও বিশ্বের ৯৩টি দেশে করোনা সংক্রমিতের খোঁজ মিলেছে। যে তালিকায় ভারতও রয়েছে।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের খতিয়ান বলছে চিনের বাইরে এখনও পর্যন্ত বাকি দেশ মিলিয়ে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ১১৪ জন। নতুন করে শনিবারই পেরু, টোগো, স্লোভাকিয়ার মত দেশে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এছাড়া ভ্যাটিকানও এখন করোনা আক্রান্তের তালিকায় ঢুকে পড়েছে। করোনা ভাইরাস হানায় চিনের বাইরে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে।
নিউ ইয়র্কে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কে ৭৬ জন করোনা আক্রান্ত। গোটা নিউ ইয়র্ক জুড়েই আতঙ্ক ছড়াচ্ছে। ফলে তৎপর প্রশাসনও। এদিকে করোনা ছড়াচ্ছে। তাই পোপ ফ্রান্সিস লাইভেই প্রার্থনা করিয়েছেন ভক্তদের। কারণ করোনা থেকে বাঁচতে এক জায়গায় বহু মানুষের জমায়েত এড়াতে বলছেন বিশেষজ্ঞেরা। তাই প্রার্থনার সময়ে স্বাভাবিক ভিড় এড়াতে লাইভেই প্রার্থনা করিয়েছেন পোপ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা