এবার কী করোনার টার্গেট আফ্রিকা, ইঙ্গিত দিল হু
আফ্রিকায় এতদিন তেমন ভয়ংকরভাবে করোনা প্রকোপ না দেখালেও এখন ক্রমশ আফ্রিকায় করোনা সংক্রমণের হার বাড়ছে। আর তা বাড়ছে বেশ দ্রুত গতিতে। যা নিয়ে চিন্তিত হু।
চিন থেকে শুরু হয়ে এশিয়ার বহু দেশে প্রকোপ দেখিয়ে, ইউরোপ তছনছ করে দিচ্ছে করোনা ভাইরাস। বাদ যায়নি আমেরিকা। অস্ট্রেলিয়াও প্রভাবিত। শুধু যা একটু কম ছিল আফ্রিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু মনে করছে এবার করোনার ভরকেন্দ্র হতে পারে আফ্রিকা। এমন ভাবার কারণও রয়েছে।
আফ্রিকায় এতদিন তেমন ভয়ংকরভাবে করোনা প্রকোপ না দেখালেও এখন ক্রমশ আফ্রিকায় করোনা সংক্রমণের হার বাড়ছে। আর তা বাড়ছে বেশ দ্রুত গতিতে। যা নিয়ে চিন্তিত হু।
গত মার্চ মাসে প্রথম আফ্রিকায় করোনায় মৃত্যু হয় এক সাংবাদিকের। জিম্বাবোয়ের ওই সাংবাদিক হারারে-তে মারা যান। তাঁকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় একটি ভেন্টিলেটরও হারারেতে ছিলনা। আর এখানেই সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে হু।
কারণ এখন যা পরিস্থিতি তাতে আফ্রিকায় ১৮ হাজার মানুষ করোনা সংক্রমণের শিকার হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজারের ওপর। দ্রুত বাড়ছে করোনা। কিন্তু আফ্রিকার লড়াই করার সেই আর্থিক ক্ষমতা বা পরিকাঠামো নেই।
হু এখন তাই চিকিৎসার চেয়েও অনেক বেশি জোর দিচ্ছে আফ্রিকায় ছড়িয়ে পড়াটা আটকানোর দিকে। কারণ করোনা রোগী সেখানে বাড়তে শুরু করলে আফ্রিকার দেশগুলির হাতে সেই চিকিৎসা পরিকাঠামো নেই যে তারা তার মোকাবিলা করতে পারে। করোনায় যে যন্ত্রটি খুবই দরকারি সেই ভেন্টিলেটর পর্যন্ত সামান্য রয়েছে আফ্রিকার হাতে। ক্রিটিকাল কেয়ার ইউনিট বা আইসিইউ বিশেষ নেই।
এদিকে দক্ষিণ আফ্রিকা, ঘানা, আইভরি কোস্ট, নাইজেরিয়া ও ক্যামেরুন-এ করোনা ইতিমধ্যেই থাবা বসিয়েছে। তাই আপাতত আফ্রিকার দেশগুলিতে করোনা ছড়িয়ে পড়া আটকানোর দিকেই সবচেয়ে বেশি নজর দিচ্ছে হু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা