মাত্র ২০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য রেকর্ড গড়লেন বাংলার ঋদ্ধিমান সাহা। ভারতের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসাবে জায়গা করে নেওয়া ঋদ্ধিমান আইপিএলের আগে এখন সিএবি পরিচালিত জেসি মুখার্জী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলছেন। শনিবার তাঁর দল মোহনবাগানের সঙ্গে খেলা ছিল বিএনআর রিক্রিয়েশন ক্লাবের। সেখানে প্রথমে ব্যাট করে বিএনআর তোলে ১৫১ রান। কালীঘাট ময়দানে জবাবে ব্যাট করতে নেমে অতিমানবিক ব্যাটিং করতে শুরু করেন ঋদ্ধিমান। মাত্র ১২ বলে ৫০ রান পূরণ করেন তিনি। পরের ৮ বলে ৫২ রান তোলেন। এই ভয়ংকর ব্যাটিংয়ে রয়েছে ১৪টি ছক্কা ও ৪টি চার। এমন এক কালবৈশাখী ঝড়ের মুখে কার্যত আর কিছুই করার ছিলনা বিএনআরের। মাত্র ৭ ওভারেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান।
আইপিএলের আগে ঋদ্ধিমান এদিন যে ঝড় দেখালেন তাতে কিন্তু তাঁর দল হায়দরাবাদ যেমন খুশি হবে, তেমনই চিন্তায় পড়বে অন্য দলগুলি। আইপিএলে নামার আগে ঋদ্ধিমান যে শুধু বিধ্বংসী মেজাজেই আছেন তাই নয়, এদিন বুঝিয়ে দিলেন তিনি টপ ফর্মেও রয়েছেন।