চিনের পার্লামেন্টে সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে পাশ হল নয়া আইন। যেখানে দেশের প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার আর কোনও সময়সীমা রইল না। ফলে বর্তমান প্রেসিডেন্ট ৬৪ বছরের শি জিনপিং যতদিন বাঁচবেন, ততদিন প্রেসিডেন্ট থাকতে পারবেন। আর যাই হোক তাঁকে সরতে হচ্ছে না। যদি না ফের চিনের সংবিধান সংশোধন করা হয়। আর সকলেই জানেন চিনের সংবিধান সংশোধন কতটা জটিল বিষয়।
তবে হ্যাঁ, জিনপিং নিজে যতদিন চাইবেন ততদিন প্রেসিডেন্ট থাকবেন। তিনি নিজে থেকে সরে যেতে চাইলে তাতে কোনও বাধা নেই। চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসাবে দ্বিতীয়বার নির্বাচিত শি জিনপিংকে চিনের কমিউনিস্ট শাসনের রূপকার মাও যে দং-এর সমতুল মনে করা হয়। একতো তাঁর ভাবমূর্তি সম্বন্ধে মানুষের ধারণা খুব ভাল। দ্বিতীয়ত, তিনি দু’দশক আগে গভর্নর থাকাকালীন যেভাবে দুর্নীতিবিরোধী লড়াই শুরু করেন তাতে তাঁকে চিনের মানুষ অন্য চোখে দেখেন। মাওয়ের পর চিনে জিনপিংয়ের মত জনপ্রিয়তার অধিকারী আর কেউ হতে পারেননি।