এবার থেকে মনিবের সঙ্গে বাড়িতে ঘুরবে নতুন কুকুর
আসল কুকুর পোষার দিন বোধহয় এবার শেষ হতে চলল। কারণ বাজারে আসতে চলেছে যন্ত্র কুকুর। যা বাড়িময় একাই ঘুরতে পারবে। মনিবের সঙ্গে থাকতে পারবে।
বাড়িতে যাঁরা কুকুর পুষতে পছন্দ করেন তাঁরা পছন্দের প্রজাতি খুঁজে কুকুর রাখেন। নানা প্রজাতির কুকুরের সেই খোঁজ বোধহয় শেষ হতে চলল।
এবার হয়তো মানুষ কোম্পানির নাম বলে কুকুর খুঁজবে। কারণ রক্ত মাংসের কুকুর পোষার দিন বোধহয় শেষ হতে চলল। এবার আসতে চলেছে চারপেয়ে রোবট ‘সাইবারডগ’।
যাকে সময় দিতে হয়না। যত্নআত্তি করতে হয়না। সময় সময় খাবার দিতে হয়না। পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়না।
বেড়াতে গেলে কুকুর কোথায় থাকবে সেই চিন্তায় রাতের ঘুম ওড়েনা। কিন্তু কুকুরের মতই এই রোবট কুকুর মনিবের পেছন পেছন ঘুরবে।
সামনে কিছু পড়তে তা নিজেই পাশ কাটাবে। বুঝে নেবে চেনা মুখ। তাকে বিভিন্ন আদেশও করা যাবে। তা পালন করবে এই যন্ত্র কুকুর।
সাইবারডগ দেখতে কুকুরদের মতই প্রায়। কেবল তার সারা দেহ ধাতুর তৈরি। মুখে রয়েছে সেন্সর। এআই বা কৃত্রিম বুদ্ধি সম্পন্ন ইন্টার্যাক্টিভ ক্যামেরাও থাকবে। থাকবে ফিশআই ক্যামেরাও।
এর সঙ্গে থাকবে কম্পিউটার ভিজন অ্যালগোরিদম। যে কোনও জিনিসকে বুঝে নিতে থাকবে সেন্সর ক্যামেরা। সেন্টিমিটার স্কেলে এই সাইবারডগ পাশ কাটাবে যে কোনও বস্তুকে।
সেই মুহুর্তে তার চারপাশে কি রয়েছে তাও বুঝে নিতে পারবে এই যন্ত্র কুকুর। কোন দিকে যাবে তা বুঝে নিয়ে বাধা এড়িয়ে তার চলনপথ তৈরি করে নিতে ওস্তাদ এই চারপেয়ে রোবট।
একে আবার রিমোট বা স্মার্ট ফোন দিয়ে নিয়ন্ত্রণও করা যাবে। বিশেষ বিশেষ কাজও এই রোবট কুকুর দিয়ে করা যাবে। চিনের শাওমি সংস্থা এই রোবট কুকুর তৈরি করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা