পুরো সিনেমা জুড়ে ১ জনই অভিনেতা, আজও সুনীল দত্তের এই সিনেমা এক আশ্চর্য ইতিহাস
একটা সিনেমায় তো কতই অভিনেতা অভিনেত্রী কাজ করেন। তবেই তো সব চরিত্র ফুটিয়ে তোলা যায়। এই সিনেমায় কিন্তু ১ জন অভিনেতাকেই পুরো সিনেমাটায় দেখা গিয়েছিল।
ভারতীয় সিনেমায় বেশ কিছু সিনেমা তার মৌলিকতার কারণে আজও চর্চিত হয়। শুধু ভারতে নয়, বিদেশেও তা নিয়ে চর্চা হয়। ভারতে তেমনই একটি সিনেমা তৈরি হয়েছিল ১৯৬৪ সালে।
সিনেমাটিতে ছিলেন ১ জন মাত্র অভিনেতা। তিনি সুনীল দত্ত। অবশ্যই সুনীল দত্ত তখন বলিউডে বেশ সুখ্যাতি অর্জন করেছেন। তাঁর অভিনয় মানুষের মন কাড়ছে।
সেই সময় সুনীল দত্ত নিজেই একটি সিনেমা প্রযোজনা করেন। সেই সিনেমায় তিনিই ছিলেন একমাত্র অভিনেতা। আবার সিনেমার পরিচালকও ছিলেন তিনিই।
সে সময় ভারতীয় সিনেমায় এমন সিনেমার কথা তেমন ভাবা হতনা। তবে এই ন্যারেটিভ সিনেমা কিন্তু বিশ্বজুড়ে চর্চিত হয়। সিনেমায় ১ জন মাত্র অভিনেতা। তিনি সুনীল দত্ত।
সেই মানুষটি যে বাড়ি ফেরার পর দেখে তার স্ত্রী ও পুত্র নেই। তার ধারনা হয় তারা তাকে ছেড়ে চলে গেল। তারপর সেই মানুষটার পুরনো কথা মনে পড়া। আর এভাবেই একটি মাত্র অভিনেতা সিনেমাটিকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান। যেখানে সিনেমার একদম শেষে একটি দৃশ্যে কেবল সুনীল দত্তের স্ত্রী নার্গিসকে দেখা যায়।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও এই সিনেমার নাম রয়েছে। সুনীল দত্তের এই কালজয়ী সিনেমার নাম ছিল ‘ইয়াদেঁ’। যা সে সময় জাতীয় পুরস্কারও ঝুলিতে পুরেছিল। হিন্দিতে সে বছরের সেরা সিনেমা হিসাবে ইয়াদেঁ জাতীয় পুরস্কার পায়।