জলবাহিত রোগ ক্রমশ থাবা বসাচ্ছিল। তা ক্রমশ প্রকট হচ্ছিল। অবশেষে চলতি মাসে সেই জলবাহিত রোগ কলেরা মহামারির আকার নিল ইয়েমেনে। ইয়েমেনের তাইজ শহরের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে মার্চেই ৫ হাজার জনের ওপর মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। যেগুলি কলেরা বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ২৩ জনের কলেরায় মৃত্যু হয়েছে। অবস্থা কার্যত মহামারির আকার নিয়েছে।
ইতিমধ্যেই অনেককে পরীক্ষা করে কলেরার জীবাণু দেহে মিলেছে। তাঁদের চিকিৎসাও শুরু হয়েছে। কিন্তু সংক্রমণ আটকানো যাচ্ছে না। ক্রমশ বাড়ছে কলেরা রোগে আক্রান্তের সংখ্যা। ২ বছর আগে একবার ইয়েমেনে কলেরা মহামারির আকার নিয়েছিল। তা রোখা সম্ভব হলেও তারপর আবার এখন তা প্রকট আকার নিয়েছে।
কলেরা আক্রান্তদের মধ্যে ৩ ভাগের ১ ভাগ ৫ বছরের কম বয়সী শিশু। প্রশাসনের তরফে যথাসম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)