
রিওতে প্রথম রাউন্ডেই লজ্জার হার হেরে ছিটকে যেতে হয়েছে ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্তকে। কিন্তু সেই দুঃখ ভুলিয়ে দিল ৪ বছর আগের লন্ডন অলিম্পিক। যোগেশ্বরের ব্রোঞ্জ পদক সোমবার বদলে গেছে রুপোয়। আর তা মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরে বেজায় খুশি ভারতের এই কুস্তিগির। ট্যুইট করে এই রুপোর পদক ভারতবাসীকে উৎসর্গ করেছেন তিনি। লন্ডন অলিম্পিকে ৬০ কেজির ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন যোগেশ্বর। রুপো জিতেছিলেন রাশিয়ার বেসিক কুদুখোভ। এর ঠিক ১ বছর পর মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় বেসিকের মৃত্যু হয়। এখন জানা গেছে সেসময়ে ডোপ টেস্টে অনুত্তীর্ণ হয়েছিলেন কুদুখোভ। ডোপ টেস্টে অনুত্তীর্ণ হওয়ায় তাঁর মেডেল কেড়ে নেওয়া হয়েছে। ফলে যোগেশ্বরের পদক রং বদলে ব্রোঞ্জ থেকে রুপোয় উত্তীর্ণ হচ্ছে। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন যোগেশ্বর।