ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে ২ দেশের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা থাকতে পারে। তলানিতে থাকা ২ দেশের সম্পর্ক সেই উত্তেজনায় ঘি ঢালে। ২ দেশই চায় আর যার কাছেই হারি বা জিতি এই লড়াইয়ে জিত চাইই চাই। এ আজকের কথা নয়। বহুদিন ধরেই এটা চলে আসছে। ফলে বাড়তি মাত্রা পায় ভারত পাক মহারণ। কিন্তু এই ঠান্ডা লড়াই ২ দেশের ক্রিকেটারদের মধ্যে যে প্রভাব ফেলে না আরও একবার সামনে এল গত বুধবারের ভারত পাক ম্যাচে।
এশিয়া কাপের ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা পাক ব্যাটিং লাইন আপ ধসের মুখে। ৯ উইকেট গেছে। বাকি ১টা মাত্র উইকেট। এই সময়ে পাকিস্তানের উসমান খানের জুতোর ফিতে খুলে যায়। প্যাড গ্লাভস পরে জুতোর ফিতে লাগানো সহজ নয়। এগিয়ে আসেন ভারতের যুজবেন্দ্র চাহাল। হাঁটু গেড়ে বসে চাহাল বেঁধে দেন উসমানের ফিতে।
মাঠে সামান্য সময়ের মধ্যে ঘটে যাওয়া এই খেলোয়াড়চিত সৌজন্য চোখ এড়ায়নি কারও। ২ দেশের মানুষই এই সৌজন্যের প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল সাইটে চাহালের জন্য ২ দেশ থেকেই প্রশংসা উপচে পড়েছে। সকলেই চাহালের এই মানসিকতাকে বাহবা জানিয়েছেন।