Sports

তবে কি প্রেমে পড়লেন যুজবেন্দ্র চাহল, রহস্য নারীকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে

ভারতীয় স্পিনের অন্যতম নক্ষত্র যুজবেন্দ্র চাহলের সঙ্গে স্ত্রী ধনশ্রীর বিবাহবিচ্ছেদ এখনও হয়নি। তার আগেই কি প্রেমে পড়লেন চাহল। সামনে এল তরুণীর পরিচয়।

ভারতীয় স্পিন আক্রমণের অন্যতম মুখ যুজবেন্দ্র চাহলের বৈবাহিক জীবন খুব বেশিদিন টিকবে না বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্ত্রী ধনশ্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তা নিয়ে নানা খবরও ঘুরে বেড়াচ্ছে।

তবে সেসব নিয়ে খুব বেশি বোধহয় চিন্তিত নন চাহল। বরং ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে তিনি হাজির হয়েছিলেন মাঠে।


তাঁর সেই উপস্থিতি ধরা পড়েছে মাঠেই উপস্থিত অভিনেতা বিবেক ওবেরয়ের ক্যামেরায়। এখানেই বিষয়টি শেষ হতে পারত যদিনা চাহলের সঙ্গে এক তরুণীকে দেখা যেত।

ওই তরুণী সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ আরজে মাহবাশ। ইন্টারনেটে সক্রিয়। ওই তরুণীকে খেলা চলাকালীন দেখা যায় চাহলের সঙ্গে। ২ জনে পাশাপাশি বসে খেলা দেখেছেন। এমনকি ওই তরুণী চাহলের সঙ্গে ভারতের জয় উদযাপনের ছবিও পোস্ট করেছেন ইন্টারনেটে।


যদিও কোনও মহিলা সঙ্গে থাকা মানেই যে তাঁরা প্রেম করছেন এমনটা নয়, তাঁরা বন্ধুও হতে পারেন। তবে এই তরুণীর সঙ্গে এর আগেও চাহলকে একাধিকবার দেখা গিয়েছে। আর সেখানেই একটা জল্পনা দানা বেঁধেছে।

চাহল কি তবে ডিভোর্সের আগেই প্রেমে পড়লেন? নাকি নেহাতই মহিলা বন্ধুর সঙ্গে খেলা দেখতে আসা? এর উত্তর এখনও পাওয়া যায়নি। জল্পনা আদৌ সত্যই কিনা তাও পরিস্কার নয়। তবে নেটিজেনদের একাংশ চাহল ও আরজে মাহবাশকে একসঙ্গে খেলার মাঠে দেখা নিয়ে আড়চোখেই তাকাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button