বিমানে সহযাত্রী এক ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে। এটা ভয়ংকর। এটা কখনই হওয়া উচিত নয়। ইন্সটাগ্রামে করা ভিডিও পোস্টে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মাঝেমধ্যেই কান্নায় ভেঙে পড়ছিলেন দঙ্গল, সিক্রেট সুপারস্টার খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম। ১৭ বছরের এই অভিনেত্রীর দাবি, তিনি ভিস্তারা এয়ারলাইন্সের বিমানে দিল্লি থেকে মুম্বই আসছিলেন। রাতের ফ্লাইট। সে সময়ে বিমানের কেবিনের আলো ডিমড করা ছিল। সে সময়ে সহযাত্রীর দ্বারা তিনি অশালীন আচরণের শিকার হন। প্রমাণ রাখতে জাইরা কিছু ছবি নেওয়ারও চেষ্টা করেন। কিন্তু আলো কম থাকায় সেভাবে ছবি ওঠেনি। জাইরার অভিযোগ, বিমান সংস্থার কর্মীদের কাছে সাহায্যে চেয়েও কাজ হয়নি। পরে বিমানবন্দরে নেমে তিনি ইন্সটাগ্রামে পোস্ট করে নিজের অভিজ্ঞতা জানান।
এদিকে এই ঘটনায় সারা দেশে আলোড়ন পড়েছে। কেন অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছেনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে দিল্লির মহিলা কমিশনও। সূত্রের খবর, বিমান সংস্থাকে নোটিস পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে চাপের মুখে ভিস্তারা এয়ারলাইন্স তাদের ট্যুইটার হ্যান্ডলে জানিয়েছে, তারা অভিযোগ পেয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁরা জাইরা ওয়াসিমের পাশে সর্বতো ভাবে আছেন বলেও ট্যুইটারে দাবি করেছে ভিস্তারা কর্তৃপক্ষ।