বলিউডে একসময়ে নায়িকা হিসাবে আলোড়ন ফেলেছিলেন জিনাত আমান। সে সময়ে তিনি যতটা খোলামেলা পোশাকে সাহসী অভিনয়ের স্বাক্ষর রাখেন তা রীতিমত চর্চার বিষয় ছিল। ১৯৭০ ও ৮০-র দশকের শুরু পর্যন্ত তিনিই ছিলেন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। পরবর্তীকালে তিনি টুকটাক অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। রুপোলী পর্দায় মাঝেমধ্যে তাঁকে দেখা গেলেও নাটকের মঞ্চে তাঁকে দেখা যাচ্ছিল না অনেকদিন। অবশেষে ১৫ বছর পর ফের স্টেজে ফিরলেন জিনাত আমান।
দ্যা গ্রেট ইন্ডিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল-এ দেখা যাবে তাঁকে। ‘ডিয়ারেস্ট বাপু, লাভ কস্তুরবা’ নামে একটি নাটকে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। মুম্বইতে এই থিয়েটার উৎসবের সূচনাই হবে তাঁর এই নাটক দিয়ে। এরপর তাঁর এই নাটকটি দেশের অন্যান্য শহরেও প্রদর্শিত হবে। জিনাত আমান অভিনয় করবেন এটা এখনও বড় চমক হিসাবেই দেখছেন উদ্যোক্তারা। ফলে এখনও জিনাত আমানের একটা ফ্যান ফলোইং রয়েই গেছে।
গ্রেট ইন্ডিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল ৫ মাস ধরে চলবে। ভারতের বিভিন্ন শহরে এই উৎসব দেখা যাবে। ভারতের ২৫টি শহরে এই উৎসব হবে। উৎসবে জায়গা পেয়েছে ৫০টি নাটক। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এই উৎসব শুরু হবে। থিয়েটারমোদী মানুষজনের জন্য অবশ্যই এটা একটা বড় খবর। আর বাড়তি আকর্ষণ হিসাবে জিনাত আমানের নাটক তো থাকছেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা