সবাই অর্থবান মানুষ। প্রতিপত্তিশালীও। সকলেই ফিনল্যান্ডের বাসিন্দা। গিয়েছিলেন জিম্বাবোয়ে। সেখানে শিকারে বেরিয়েছিলেন তাঁরা। স্থলপথে নয়। আকাশপথে। ব্যক্তিগত বিমানে জিম্বাবোয়ের আকাশে উড়ছিলেন তাঁরা। কেউ বিজনেস এক্সিকিউটিভ, কেউ লিগাল ফার্মের মালিক, কেউ আইটি ব্যক্তিত্ব। সেই উড়ানই তাঁদের জীবনে নামিয়ে আনল অন্ধকার। শিকারে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন তাঁরা।
জিম্বাবোয়ের একটি জঙ্গলাকীর্ণ এলাকায় আচমকাই ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় ৪ আরোহী ও পাইলটের। কীভাবে ব্যক্তিগত ওই বিমানটি ভেঙে পড়ল তার তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)