২টি পাশাপাশি সোনার খনি। কিন্তু খনিগর্ভে যে সুড়ঙ্গ কাটা হয় তা ২টি খনিতে যুক্ত করে। এখানেই কাজ করছিলেন ৬০ জন শ্রমিক। ঠিক তখনই কাছের একটি জলাধার ফেটে গিয়ে সেখান থেকে হুহু করে জল বার হতে শুরু করে। যা নিমেষে আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার সৃষ্টি করে। তার সঙ্গে চলছিল একটানা বৃষ্টি। জল হুহু করে ঢুকতে থাকে সোনার খনিতে।
খনির সুড়ঙ্গে জল ভরতে থাকে। কিন্তু সেখান থেকে যে বাইরে বেরিয়ে আসবেন খনি শ্রমিকরা তার উপায় ছিলনা। তাঁরা সেখান থেকে বারই হতে পারেননি। ফলে সেখানেই জলে ডুবে মৃত্যু হয় তাঁদের হয়েছে বলে ধরে নিয়েছে প্রশাসন। আপাতত জল পাম্প করে বাইরে বার করে দেহ উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়ের মাসোনাল্যান্ড ওয়েস্ট প্রদেশে।
জিম্বাবোয়ে প্রেসিডেন্ট এই মর্মান্তিক ঘটনাকে স্টেট অফ ডিজাস্টার হিসাবে ঘোষণা করেছেন। এদিকে প্রবল বৃষ্টি চলায় উদ্ধারকাজ প্রবলভাবে বাধাগ্রস্ত হচ্ছে। শ্রমিকদের দেহ খনি থেকে কবে উঠবে তা পরিস্কার নয়। এমনকি ৬০-এর বেশি সংখ্যক শ্রমিকও খনিতে থাকতে পারেন বলে মনে করছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা